গাজাজুড়ে ইসরাইলের হামলায় নিহত ৭০

মাথাভাঙ্গা মনিটর: গাজায় হামলা জোরদার করেছে ইসরাইল। ভোররাত থেকে চালানো এ হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসার্মীরা। এর মধ্যে কেবল উত্তর গাজাতেই ভারি বোমাবর্ষণে অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে আল-জাজিরা। বিবিসি বলছে, উত্তর গাজার জাবালিয়া শহর এবং শরণার্থী শিবিরে হামলা হয়েছে। সেখানকার ইন্দোনেশীয় হাসপাতাল জানায়, নিহতদের মধ্যে আছে ২২ জন শিশু ও ১৫ জন নারী। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হামলাস্থলের মেঝেতে লাশের স্তুপ পড়ে থাকতে দেখা গেছে। ইসরাইলের সেনাবাহিনী বলছে, তারা গাজায় সাধারণ মানুষের ওপর এ হামলার খবর খতিয়ে দেখছে। মঙ্গলবার রাতে হামলা চালানোর আগে জাবালিয়াসহ আশেপাশের এলাকাগুলোতে অধিবাসীদের সতর্ক করা হয়েছিল বলেও তারা দাবি করেছে। ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠী ইসরাইলে রকেট হামলা চালানোর জবাবে উত্তর গাজায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।