মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শনিবার ভোর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে উত্তর গাজা সিটির ১৩ জন রয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির পূর্বে তুফা এলাকার জাফা স্ট্রিটে একটি বাসভবনে চালানো ইসরাইলি হামলায় চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নাসের হাসপাতাল জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে তথাকথিত ‘মানবিক’ আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আবাসস্থলে ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আল-আকসা শহীদ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, মধ্য গাজা স্ট্রিপের দেইর এল-বালাহের দক্ষিণে বাস্তুচ্যুতদের আবাসস্থল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় দুজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।