মাথাভাঙ্গা মনিটর: গাজায় ইসরায়েলি সামরিক হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র। গতকাল বুধবার গাজা শহর, নুসাইরাত এবং মাগাজি ক্যাম্পসহ বিভিন্ন স্থানে ইসরায়েলের বিমান ও ট্যাঙ্ক হামলায় এই প্রাণহানি ঘটে। এদিকে মঙ্গলবার ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজায় কয়েক ডজন ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিলেও, বাস্তবে এই সাহায্য এখনো প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছায়নি। ইসরায়েল দাবি করেছে যে তারা ১১ সপ্তাহের অবরোধের পর ৯৩ টি ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে। তবে এখন পর্যন্ত মাত্র পাঁচটি ট্রাক গাজা প্রবেশ করতে পেরেছে। এই পরিস্থিতিকে গাজায় সাহায্য বিতরণে কাঠামোগত ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। ত্রাণ সংস্থাগুলো বলছে, এই সহায়তা ‘ব্যাপক কম’।