গাজায় ২৪ ঘণ্টায় ১১৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নারী, শিশু, সাংবাদিকসহ আরও ৪০০ জরেন বেশি মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১১৬টি মরদেহ এবং ৪৬৩ জন আহত ব্যক্তিকে গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। হাসপাতাল সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন ত্রাণপ্রত্যাশীও ছিলেন। এছাড়াও ইসরায়েলি নৌবাহিনী গাজা শহরের একটি সৈকতসংলগ্ন ক্যাফেতে হামলা চালায়, যেখানে বাস্তুচ্যুত মানুষ ও সাংবাদিকরা ইন্টারনেট ব্যবহার এবং বিশ্রামের জন্য জড়ো হয়েছিলেন। এতে অন্তত ৪০ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে।