মাথাভাঙ্গা মনিটর: ভারতের জম্মু-কাশ্মিরে ‘মেঘ বিস্ফোরণে’ সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন হতাহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জম্মু কাশ্মিরের কিশতোয়ার জেলার চাশোটি এলাকায় ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এখন পর্যন্ত ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জম্মু কাশ্মিরে প্রতিবছর কিসওয়ারের মাতা চ-ী হিমালয় তীর্থস্থানের বার্ষিক যাত্রা হয়। এই তীর্থস্থানে যেতে চাশোটি হয়ে যেতে হয়। চাশোটি হলো তীর্থস্থানে যাত্রা শুরুর স্থান। অঞ্চলটি বেশ দুর্গম। তবে এই চাশোটি গ্রামের পর আর গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। এদিকে মেঘ বিস্ফোরণে আকস্মিক বন্যার কারণে এবারের বার্ষিক যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।