মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত বিরোধে নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কম্বোডিয়ার কর্মকর্তারা। দুই দেশের মধ্যে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এতে করে দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোকচেতা শনিবার সাংবাদিকদের জানান, নতুন করে সাতজন বেসামরিক নাগরিক ও পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার থাই রকেট হামলায় একটি বৌদ্ধ প্যাগোডায় আশ্রয় নেয়া এক কম্বোডিয়ান নাগরিক নিহত হন। তিনি আরও জানান, অন্তত ৫০ জন কম্বোডিয়ান বেসামরিক নাগরিক ও ২০ জনের বেশি সেনা সদস্য আহত হয়েছেন।