দুবাইতে ২ কোটি দিরহামের লটারি জিতলেন বাংলাদেশি দর্জি

মাথাভাঙ্গা মনিটর: দুবাইতে ‘বিগ টিকিট’-এর ড্রতে ২ কোটি দিরহামের জ্যাকপট লটারি জিতেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশি এক দর্জি। এটি ছিল তার প্রথমবারের মতো কেনা টিকিট। লটারি জয়ী ওই বাংলাদেশি হলেন সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান। তিনি ১৮ বছর ধরে দুবাইয়ে বসবাস করেন। নতুন কোটিপতি সবুজ মিয়া বলেন, ‘আমি এবারই প্রথম লটারির টিকিট কিনি। তবে বন্ধু-বান্ধবের কাছে এমন লটারির কথা প্রায়ই শুনি। পরে ভাবলাম, আমি কেন একটা সুযোগ নেব না। এরপর আবুধাবি যাই এবং সেখান থেকে টিকেট কিনি।’ সবুজ আরও বলেন, ‘লটারি জেতার খবরে হতবাক হয়েছি। আমি একজন সাধারণ দর্জি। বেতন খুবই কম। তাহলে চিন্তা করেন সেই সময় আমার অনুভূতি কেমন ছিল!’ এই লটারি জেতা আমার এবং পরিবারের ভবিষ্যত ব্যাপকভাবে বদলে দেবে।’