মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের বেলুচিস্তানের খুজদারে বুধবার জিরো পয়েন্টের কাছে একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে ৩ শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫জন। ঘটনার নিন্দা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব। পাকিস্তানের অভিযোগ, এই নাশকতার বিরুদ্ধে ভারতের হাত আছে। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভারতের রাষ্ট্রীয় মদদে ও তাদের এজেন্টদের মাধ্যমে বেলুচিস্তানে পরিকল্পিতভাবে একটি স্কুলবাসকে লক্ষ্য করে এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলা চালানো হয়েছে। আইএসপিআর আরও জানায়, পাকিস্তানের বুনিয়া-নুম মারসুস অপারেশনে নাস্তানাবুদ হয়ে, ভারত এখন সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে। শিশু ও নিরীহ নাগরিকদের মতো সহজ লক্ষ্যে হামলা চালিয়ে দেশজুড়ে ভয় ও বিশৃঙ্খলা ছড়ানোর অপচেষ্টা চলছে। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ভারত সরকার এভাবে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানবতা ও নৈতিকতার চরম লঙ্ঘন করছে।