বাড়লো বাংলাদেশিদের মেডিকেল ভিসা, ভারতজুড়ে খুশির জোয়ার

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশিরা না যাওয়ায় এক বছর ধরে নাজুক অবস্থা পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন শহরের ব্যবসায়ীদের। তবে সেই খরা অবশেষে বোধহয় কাটতে চলেছে। বাংলাদেশিদের বেশি সংখ্যক মেডিকেল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই খবরে প্রতিবেশী দেশে খুশির জোয়ার। জানা গেছে, গতকাল রোববার থেকে বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেয়ার সিদ্ধান্ত কার্যকর হবে। তাতে ব্যবসা-বাণিজ্য পুনরুজ্জীবিতের আশায় নতুন করে বুক বাধছে কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীরা। জানা গেছে, পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতি বছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে গত বছরের ৫ আগস্টের পর দীর্ঘ এক বছর ধরে ভিসানীতির মারপ্যাচে ভারতে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীর সংখ্যা একেবারেই কমে যায়। এতে মাথায় হাত পড়ে ভারতীয় ব্যবসায়ীদের। রুটি-রুজি হারিয়ে অনেকেই চলে যান ভিন্ন জীবিকায়।