মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক রুশনারা আলী শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছেড়ে দিলেন। নিজের বাড়ি নিয়ে এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে তাকে এই পদত্যাগ করতে হয়েছে। সম্প্রতি পূর্ব লন্ডনের একটি বাড়ি থেকে চারজন ভাড়াটিয়াকে বের করে দেন রুশনারা আলী। অভিযোগ উঠেছে, উচ্ছেদের পর সেই বাড়ির ভাড়া এক ধাক্কায় সাতশ পাউন্ড বাড়ানো হয়। এমন সিদ্ধান্তের পর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। কারণ, এক সময় তিনি নিজেই ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় সরব ছিলেন। ফলে তার এমন ভূমিকা অনেকের চোখে দ্বিচারিতা হিসেবে দেখা দিয়েছে। এই ঘটনার পেছনে অন্য একটি কারণ দেখিয়েছেন রুশনারার ঘনিষ্ঠ একাধিক সূত্র। তাদের দাবি, তিনি ওই বাড়ি বিক্রি করতে চেয়েছিলেন। এজন্য ভাড়াটিয়াদের উঠিয়ে দেন। পরে বাড়িটি বিক্রি না হওয়ায় আবার ভাড়ায় তোলেন।