আসন্ন উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেটার যশ দয়ালকে নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ)। যশের বিরুদ্ধে ধর্ষণের একাধিক অভিযোগ রয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দয়াল গোরখপুর লায়ন্সের হয়ে লিগের তৃতীয় আসরে খেলার জন্য চুক্তিবদ্ধ ছিলেন। টুর্নামেন্টটি আগামী ১৭ আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে। তার বিরুদ্ধে আইনি লড়াই চলছে। এ কারণে তাকে এই টুর্নামেন্ট থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।
চলতি বছরের শুরুতে বিরাট কোহলির সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলা যশের বিরুদ্ধে যৌন নির্যাতনের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নাবালিকা এক কিশোরীকে ভুয়া ক্রিকেট ক্যারিয়ারের প্রতিশ্রুতি দিয়ে দুই বছর ধরে ধর্ষণের আরেকটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম।
এছাড়া গাজিয়াবাদের ইন্দিরাপুরাম থানায় তার বিরুদ্ধে অপর এক নারী অভিযোগ করেন। সেখানে বলা হয়, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর ধরে ভুক্তভোগীকে যৌন নির্যাতন করেছেন যশ।
যশের বিরুদ্ধে দুটি মামলাই বর্তমানে তদন্তাধীন। তবে তার বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেয়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।