মালয়েশিয়ায় দেড় শতাধিক বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মেদান ইম্বিতে বৃহস্পতিবার রাতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, মেদান ইম্বি দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল। এখানকার অনেক দোকানঘরের উপরের তলা ভাড়া দিয়ে অবৈধ অভিবাসীরা বসবাস করত। অভিযানকালে পালানোর চেষ্টাকালে দুই বিদেশি পুরুষ আহত হন। এছাড়া, উঁচু হিলের জুতা পরা এক নারীও পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স সার্ভিস ইউনিট তাদের প্রাথমিক চিকিৎসা দেয়। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৮৯৫ জনকে পরীক্ষা করা হয়।