সিরিয়ার প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে ইসরায়েলের বিমান হামলা

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার রাজধানী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছাকাছি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা শহরে সিরিয়ান সরকারি বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণের ওই অঞ্চলটিতে দ্রুজ সম্প্রদায়ের বসবাস। গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দ্রুজ সম্প্রদায়ের সংঘর্ষ চলছে। বিবিসি জানিয়েছে, বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় ৯ জন আহতের খবর পাওয়া গেছে। এর আগে অঞ্চলটি থেকে সিরিয়ার সরকারি বাহিনী প্রত্যাহার করতে হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল। বাহিনীর সদস্য প্রত্যাহার না হলে হামলার হুমকিও দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রাজধানী দামেস্কে সরকারপন্থী সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালানো হয়েছে। এক্স (সাবেক টুইটার) পোস্টে আইডিএফ আরও জানিয়েছে, সিরিয়ার দক্ষিণ অঞ্চলেও হামলা চালানো হচ্ছে।