সেই নারীর টাকা ফিরিয়ে দিয়েছেন সঞ্জয় দত্ত

স্টাফ রিপোর্টার:সঞ্জয় দত্তকে অন্ধের মতো ভালোবাসতেন নিশা পাটিল নামে ৬২ বছর বয়সি এক নারী। সেই নারী থাকতেন মুম্বাইতেই। জীবনের শেষ সময়ে জটিল রোগে ভুগছিলেন তিনি। তাই সিদ্ধান্ত নেন, মৃত্যুর আগেই নিজের ৭২ কোটি টাকার সম্পত্তি অভিনেতা সঞ্জয় দত্তের নামে লিখে যাবেন।

বহু বিতর্কের মাঝে আজও দর্শকদের ‘কাছের মানুষ’ হিসাবে পরিচিত এ অভিনেতা। ২০১৮ সালে এমনই একটি বিরল ঘটনা ঘটেছিল এ অভিনেতার জীবনে, যা আবার উঠে এলো আলোচনায়।

জানা গেছে, সেই নারী মারা যাওয়ার আগে সঞ্জয়ের নামে ৭২ কোটি টাকার সম্পদ লিখে যান। পরে সেই অর্থ দিয়ে সঞ্জয় যা করেন, তা নিয়েও ওঠে নানা কৌতূহল।

আমি এই পুরো টাকাটা তার পরিবারকে ফিরিয়ে দিই। আমি তো নিশা পাটিলকে চিনতামই না। তবে পুরো ঘটনায় আমি খুবই অভিভূত হয়েছি।
সঞ্জয় দত্ত
সম্প্রতি তারই জবাব দিলেন অভিনেতা। বিভিন্ন ব্যাংকেও সেই নারী অনুরোধ জানিয়ে রাখেন, তিনি মারা গেলে যেন পুরো অর্থ অভিনেতার অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।

বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি, জীবদ্দশায় কখনো সঞ্জয় দত্তের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা হয়নি নিশা পাটিলের। কেবল পর্দার চরিত্র দেখেই গড়ে উঠেছিল তার মুগ্ধতা ও একাত্মতা আর ভালোবাসা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা এ নিয়ে কথা বলেন, ঘটনাটি জানার পর তিনি একেবারে হতবাক হয়ে যান। তবে নৈতিক জায়গা থেকে তিনি সিদ্ধান্ত নেন। সম্পূর্ণ অর্থ নিশার পরিবারের কাছেই ফিরিয়ে দেবেন।

অভিনেতা বলেন, আমি এই পুরো টাকাটা তার পরিবারকে ফিরিয়ে দিই। আমি তো নিশা পাটিলকে চিনতামই না। তবে পুরো ঘটনায় আমি খুবই অভিভূত হয়েছি।