সৌদিতে অবৈধ প্রবাসী ধরা পড়লো ২২ হাজারের বেশি

মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে অবৈধ বসবাস, শ্রম ও সীমান্ত লঙ্ঘনের অভিযোগে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন নিরাপত্তা সংস্থার যৌথ অভিযানে এই গ্রেফতারগুলি হয়। গ্রেফতারদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন বসবাস আইন লঙ্ঘন, ৪ হাজার ৬২৪ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অবৈধভাবে দেশটিতে প্রবেশের সময় এক হাজার ৬৪০ জন আটক হয়েছে। এদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন, ৬৪ শতাংশ ইথিওপিয়া ও ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। নিরাপত্তা বাহিনী ৪৮ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার অভিযোগে আটক করেছে।