অভিবাসীদের কল্যাণের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে মালয়েশিয়া: প্রেস সচিব

অভিবাসী কর্মীদের সমস্যা সমাধানের লক্ষ্যে মালয়েশিয়ার সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছে বাংলাদেশ সরকার। পাশাপাশি দেশটিতে অবস্থান করা অনিবন্ধিত বা অনিয়মিত বাংলাদেশিদের বিষয়টি জানানো হয়েছে। বিষয়গুলো মালয়েশিয়া সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

কুয়ালালামপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে তিনি এসব কথা জানান।

শফিকুল আলম বলেন, ‘আমরা এখানে ঘন ঘন আসছি এবং আন্তরিকতার সঙ্গে আলোচনা করছি। তারা (মালয়েশিয়া) ভালো সাড়া দিয়েছে এবং অভিবাসীদের কল্যাণের বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।’ প্রেস সচিব অভিবাসন ব্যবস্থাপনায় দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা রয়েছে বলে স্বীকার করেন। তিনি বলেন, ‘সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে আলোচনাকে অত্যন্ত সফল ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করে প্রেস সচিব বলেন, ‘এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। দুদেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই শুরু হবে।’

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘এর সমাধানে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মালয়েশিয়া বাংলাদেশের পাশে থাকবে।’