আমি বিজয়ী হলে জনগণের সেবক হিসেবে কাজ করবো  হাসানুজ্জামান সজীব

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা–জীবননগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা সভাপতি জনাব হাসানুজ্জামান সজীব আজ বিকেলে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন।

গণসংযোগকালে তিনি এলাকাবাসীর সঙ্গে স্থানীয় সমস্যা, উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় করেন।

হাসানুজ্জামান সজীব বলেন—প্রতিটি নির্বাচন আসে দেশ ও জনগণের সার্বিক অবস্থা পরিবর্তনের লক্ষ্য নিয়ে। জনগণ যদি সৎ, যোগ্য ও আল্লাহওয়ালা নেতৃত্ব বেছে নিতে ব্যর্থ হয়, তাহলে সমাজে নেমে আসে জুলুম ও অবিচার। ভোট একটি পবিত্র আমানত। ইসলাম, দেশ ও মানবতার পক্ষের প্রার্থীকে ভোট দেওয়া মানেই সেই আমানতের হক আদায় করা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে জনগণের শাসক নয়, বরং সেবক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ।”

গণসংযোগ শেষে তিনি জনসাধারণের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং হাতপাখা প্রতীকে ভোট ও সমর্থন কামনা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সীমান্ত ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা কে. এম. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসংযোগে উপস্থিত ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলা সভাপতি মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারী মাওলানা লুৎফুর সরকার, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি মাওলানা ইসলামুল হক রাজু, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি রাইহানুল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, ইউনিয়ন সেক্রেটারি মুফতি ইদ্রিস, এবং ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি মুহাম্মাদ আবু সাঈদ।

এছাড়াও সীমান্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।