আলমডাঙ্গায় রমজানে মূল্যতালিকা না টাঙানো ও সরকারি আদেশ অমান্য করে নির্মান কাজ করার দায়ে অর্থদণ্ড

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পবিত্র রমজান মাসে দোকানে মূল্যতালিকা না টাঙানো ও সরকারি আদেশ অমান্য করে নির্মান কাজ করার দায়ে ১৩জন অর্থদÐ করেছে। ২ মে শনিবার আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৩৮ এবং ৫৩ ধারায় ও সরকারি আদেশ অমান্য করায় দন্ডবিধি ২৬৯ ধারায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বেলা ১০টার দিকে আলমডাঙ্গা শহরের হাফিজ স্টোরের মালিক হাফিজুর রহমানকে ১ হাজার, হান্নান স্টোরের মালিক আব্দুল হান্নানকে ৫শ, সিরাজুল স্টোরের মালিক সিরাজুল ইসলামকে ৫ম, লতিফ স্টোরের মালিক আঃ লতিফকে ১হাজার, খোকন ট্রেডার্সর মালিক শহিদুল হক কাজলকে ১ হাজার, আরিফিন মিয়া মিলনকে ৫শ, আতিকুল ইসলামকে ৩শ, লাল মোহাম্মদকে ৫শ, সুজিত কুমারকে ১হাজার, মিলন দে-কে ১ হাজার, গৌর চন্দ্রকে ১ হাজার ও অর্জুন কুমারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া চরপাড়ায় সরকারি আদেশ অমান্য করায় শরিফুল ইসলামকে ৫হাজার টাকা জরিমানা করেন।

Comments (0)
Add Comment