মুন্সিগঞ্জ প্রতিনিধি:আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার কমলাপুর পিটিআই মোড় থেকে পাচারকালে ৪০ বস্তা ইউরিয়া সার বোঝাই একটি আলমসাধু জব্দ করেছে স্থানীয় জনতা। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি আলমসাধুতে ত্রিপল দিয়ে ঢেকে ইউরিয়া সারগুলো পাচার করা হচ্ছিল। কমলাপুর পিটিআই মোড়ে এলাকাবাসী আলমসাধুটিকে আটক করে এবং চালকের কাছে সারের বৈধ কাগজপত্র দেখতে চায়। কিন্তু চালক সারের কোনো চালান বা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এরপরই স্থানীয় লোকজন আলমসাধুসহ সারগুলো জব্দ করে।
আটককৃত আলমসাধু চালক সাইফুল ইসলাম জানান, তিনি আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি জানান, ভাংবাড়িয়ার তরিকুল নামে এক ব্যক্তি বাজারের একটি গোডাউন থেকে তাকে ৪০ বস্তা ইউরিয়া সার লোড করে দেন। তরিকুল তাকে জানান, এই সারগুলো ভালাইপুর নিয়ে গিয়ে কয়েকটি সারের দোকানে বিক্রি করা হবে। তরিকুলের কথা মতো তিনি সার নিয়ে ভালাইপুরের দিকে যাচ্ছিলেন।
সারের অননুমানিক মূল্য ৫৪ হাজার টাকা।
এ বিষয়ে উপসহকারী কর্মকর্তা এবিএম মোমিন ওর রশিদ জানান, জব্দকৃত ইউরিয়া সারগুলো নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করা হবে এবং বিক্রিলব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।