ইজিবাইকের চাবি রেখে গেলেন চালক : প্রাণ গেলো বৃদ্ধার

চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে ইজিবাইকে উঠে শিশুদের খেলায় হলো কাল

স্টাফ রিপোর্টার: ইজিবাইক চালকের অসাবধানতায় প্রাণ গেলো বৃদ্ধা বুলু খাতুনের। ইজিবাইকেই চাবি রেখে চলে যান চালক। তাতে উঠে খেলা করছিলো স্থানীয় কয়েক শিশু। হঠাত চলতে শুরু করা ইজিবাইক ধাক্কা দেয় সামনে চেয়ারে বসে থাকা বৃদ্ধা বুলু খাতুনকে। নিজের দিকে ইজিবাইকের ছুটে আসা দেখেও নিরাপদে যেতে পারেননি চলাফেরার শক্তি হারানো বুলু খাতুন। ইজিবাইকের ধাক্কায় আহত বৃদ্ধাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায়। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে তার মৃত্যু হয়। নিহত বুলু খাতুন (৬০) শহরতলী দৌলতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নিজ ঘরের সামনে একটি চেয়ারে বসেছিলেন বৃদ্ধা বুলু খাতুন। এসময় একজন প্রতিবেশি তার ইজিবাইক অন করে রাস্তার পাশে রেখে কোথায় চলে যায়। সেখানে কয়েকজন শিশু খেলা করছিলো। তারা ওই ইজিবাইকে উঠে পিকাপ ঘোরালে ইজিবাইক চলতে থাকে। সেখানে রাস্তার পাশে বসে থাকা অসুস্থ বৃদ্ধা বুলু খাতুনকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের নিচে চাপা পড়ে বুলু খাতুন। শিশুরা পাকা রাস্তার ওপর পড়ে আহত হয়। পরে স্থানীয়রা বুলু খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা বলেন, বুলু খাতুনের কোমরের হাড় ভাঙা থাকায় চলতে ফিরতে পারতেন না। প্রায় সময় চেয়ারে বসে থাকতেন। শিশুদের দুষ্টুমির কারণে বুলু খাতুনের মৃত্যু হলো। এছাড়াও ইজিবাইক চালক কেন চাবি অন করে চলে যাবে? সামান্য অসাবধানতার কারণেই বুলু খাতুনের প্রাণ হারাতে হলো।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বৃদ্ধাকে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, বুলু খাতুন অসুস্থ ছিলো। রাতে বাড়ির সামনে চেয়ার বসাছিলো। একজন চালক তার ইজিবাইক চাবি অন করেই চলে যায়। এসময় স্থানীয় শিশুরা খেলার ছলে পিকাপে হাত দিলে ইজিবাইক চলন্ত অবস্থায় বৃদ্ধাকে ধাক্কা দিয়ে গায়ের ওপর উঠে যায়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

 

Comments (0)
Add Comment