ওমিক্রন ঠেকাতে দর্শনা চেকপোস্টে বাড়তি সতর্কতা

যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখা হচ্ছে
স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল সোমবার চেকপোস্ট ঘুরে দেখা গেছে, ভারত থেকে বাংলাদেশে আসা সব যাত্রীর করোনাভাইরাসের নেগেটিভ সনদসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। কাগজপত্র ঠিক থাকলেই ঢুকতে পারছেন যাত্রীরা।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ পরিদর্শক আব্দুল আলিম বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ভারত থেকে দেশে আসা যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখা হচ্ছে। চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা করার পর কারও শরীরের তাপমাত্রা বেশি হলে করোনা পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে চেকপোস্টের প্রবেশ পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ এ বিষয়ে দর্শনা ইমিগ্রেশনের চিকিৎসক মোহাম্মদ রফিক বলেন, ‘সম্প্রতি সাউথ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দেখা দিয়েছে। করোনার এই ধরন মারাত্মক আকার ধারণ করেছে।’ ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভারত থেকে যেসব পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশে প্রবেশ করছে, সেসব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’
সাউথ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন এই ধরন এরই মধ্যে যেসব দেশে শনাক্ত হয়েছে, সেসব দেশে থেকে যাত্রী আসা বন্ধের সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এটি ঠেকাতে চার দফা সুপারিশ করা হয়েছে। তবে এখনই দেশের সীমান্ত বন্ধের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার দুপুরে সাভারে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। বর্ডারে আমরা পরীক্ষা, স্ক্রিনিং ও কোয়ারেন্টিনের ব্যবস্থা জোরদার করেছি। এখনও দেশে সে রকম কোনো পরিবেশ তৈরি হয়নি যে আমাদের লকডাউনের চিন্তা করতে হবে। দেশ ভালো আছে, নিরাপদে আছে।’

Comments (0)
Add Comment