স্টাফ রিপোর্টার:ওসমান হাদির মৃত্যুতে চুয়াডাঙ্গার বড় বাজার এলাকায় সর্বদলীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে চুয়াডাঙ্গা থানা মসজিদের সামনে শহীদ আবুল হাসান চত্বরে ছাত্র-জনতার উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।
সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মোঃ তুষার ইমরান এর সঞ্চালনায় ও শুধু বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য প্রদান করেন এ সময় স্লোগানে স্লোগানে হাদি হত্যার বিচার দাবি করে ছাত্র জনতা।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোঃ হাসানুজ্জামান সজীব বলেন, “প্রকাশ্য দিবালোকে শরিফ ওসমান হাদির ওপর যারা হামলা চালিয়েছে, তারা সমাজের শত্রু। তারা সন্ত্রাসী, তাদের কোনো দল বা পরিচয় নেই—তাদের একমাত্র পরিচয় অপরাধী। কোনো প্রভাবশালীর চাপে যেন তদন্ত বাধাগ্রস্ত না হয়। প্রকৃত অপরাধীদের পাশাপাশি হামলার নেপথ্যের পরিকল্পনাকারীদেরও খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস করার কথা ভাবতেও না পারে।”
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোঃ সাগর আহমেদ,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মোঃ সজিবুল ইসলাম ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সদস্য মোঃ সোহেল, এনসিপি চুয়াডাঙ্গা জেলা শাখার প্রধান সমন্বয়কারী খাজা আমিরুল বাশার, ফাহিম ফয়সাল, এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ছাত্র-জনতা।
বিক্ষোভ সমাবেশ শেষ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।