খেলা করতে গিয়ে লাশ হলো দেড় বছরের শিশু আলিফ

দামুড়হুদার বিষ্ণুপুরে বালতিতে কাপড় ধোয়া পানি রাখায় বিপত্তি

জুড়ানপুর প্রতিনিধি: খেলা করতে গিয়ে লাশ হলো দেড় বছরের শিশু আলিফ। দামুড়হুদার বিষ্ণুপুর ঈদগা পাড়ায় গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় এ ঘটনা ঘটে। নিহত শিশু পুত্র আলিফের পিতা কুড়–লগাছি গ্রামের মানিক ম-ল। শিশু পুত্র আলিফকে হারিয়ে পাগলপ্রায় মা জেসমিন খাতুন। স্থানীয়রা জানান শিশু আলিফের মা জেসমিন কলপাড়ে কাপড় ধুচ্ছিলেন। বালতিতে পানি নিয়ে কাপড় ধুয়ে রোদে শুকাতে নিয়ে যান। এ সময় কাপড় ধোঁয়া ভরা পানির বালতির কাছে এসে পানি নিয়ে খেলতে খেলতে মাথা নিচে দিয়ে পড়ে যায় বালতির ভেতর। মা জেসমিন দৌড়ে এসে বুকে তুলে নেয়। ততোক্ষণে শ্বাস বন্ধ হয়ে যায়। প্রতিবেশীরাসহ গুরুতর অবস্থায় উদ্ধার করে চিতলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা যায়, নিহত আলিফের পিতা মানিক মন্ডল দুই ছেলে মুজাহিদ (৯), আলিফ ও স্ত্রী জেসমিন খাতুনকে রেখে গত ৭মাস আগে দ্বিতীয় বিয়ে করে। তখন সংসারের ঝামেলা সামলাতে না পেরে পিতার বাড়ি বিষ্ণুপুর চলে আসে। তারপর থেকে আজ পর্যন্ত কোন খোঁজ খবর নেননি মানিক। আমরা এখান থেকে অনেক কষ্টে টাকা জমিয়ে জামাই মানিককে দিয়েছি। মেয়েটা যেন কষ্ট না পায়। কিন্তু সে আবার বিয়ে করে দ্বিতীয় বউ নিয়ে সংসার করছে। এদের খোঁজ খবর নেয় না। নিহত আলিফের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া পড়েছে। নিহত শিশু আলিফের লাশ বাদ মাগরিব জানাজা শেষে বিষ্ণুপুর পশ্চিমপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় কোনো অভিযোগ করা হয়নি।

Comments (0)
Add Comment