চুয়াডাঙ্গায় দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ পারভেজ রাসেলের গণসংযোগ ও পথসভা-    দুর্নীতি  বন্ধ হলে দেশের ৮০ ভাগ সমস্যার সমাধান  হয়ে যাবে

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) ফজরের নামাজের পরপরই তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন। এ সময় মোমিনপুর ইউনিয়নের পিটিয়ার মোড়ে শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সকাল ৭টার দিকে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর থানা সহকারী সেক্রেটারি শাহীন, ইউনিয়ন আমীর বজলুর রহমান, ইউনিয়ন সমাজকল্যাণ সম্পাদক মিঠু, ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মাসুম বিল্লাহ, পৌর সভাপতি রাব্বি হাসান এবং পৌর ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস শুকুর।

 

এছাড়া শুক্রবার বিকেল ৫টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় গণসংযোগকালে তিনি বলেন, “দুর্নীতি বন্ধ হলে দেশের ৮০ শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে।” তিনি আরও বলেন, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

পৌর এলাকায় অনুষ্ঠিত এ গণসংযোগে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, নায়েবে আমীর মাহবুব আশিক শফি, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির শান্ত, অর্থ সম্পাদক ইমরান হোসেন, কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন ও মতিয়ার রহমান, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা পৌর সভাপতি রাব্বি হাসান, সেক্রেটারি রাফায়েত বিন শোভন, জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শরীফুজ্জামান শরীফ এবং ৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

দিনব্যাপী এসব গণসংযোগ ও পথসভায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।