স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু শুক্রবার (১১টা) সকালে চুয়াডাঙ্গা শহরের নিউ মার্কেট, আব্দুল্লাহ সিটি ও জান্নাতুল মাওলা গোরস্থান জামে মসজিদ এলাকা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। এসময় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তার সাথে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পথসভায় শামসুজ্জামান দুদু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল মনে করছে বিএনপি নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করবে, আর তারা বিরোধী দলে যাবে। তাই তারা মনে করছে বিরোধীদল না হয়ে তারা সরকার গঠন করবে, না হলে তাদের ভবিষ্যৎ ভালো হবে না।
জামায়াত ইসলাম, এনসিপি সহ অন্যান্য ছোট দলগুলো নির্বাচন বানচাল বা ঠেকানোর কৌশল অবলম্বন করছে। তারা এক ধরনের প্রচার নিয়ে আসছে, যার মধ্যে অন্যতম হলো পিআর (PR) পদ্ধতি, যা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণের কাছে অবগত নয়। তিনি মনে করেন, এই পদ্ধতি ভালো হলে তা রাজনৈতিক সরকারের মাধ্যমে আসতে হবে, কিন্তু তারা শুনতে রাজি নন, তারা আবার গণভোট দাবি করছেন, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো প্রয়োজনই নেই। জাতীয় সংসদ নির্বাচন ব্যতীত সংবিধান সংস্কার বা নতুন আইন করা ঠিক হবে না। এটি তারা বুঝতে চাচ্ছেন না, বিএনপি ছাড় দিয়ে বলছে, যদি গণভোট করতে হয় তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দুটি ব্যালট হতে পারে, এর মাধ্যমে মীমাংসা সম্ভব, তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য উদগ্রীব, জনগণ নতুন ব্যবস্থাপনায় যেতে চায়। তিনি বিশ্বাস করেন, যত দ্রুত নির্বাচনে যাওয়া যাবে, তত দ্রুত গণতন্ত্র ফিরে আসবে। নির্বাচিত সরকার যেভাবে সংকট মোকাবেলা করতে পারে এবং দেশের স্বাধীনতা রক্ষা করতে পারে, অন্য কোনো সরকার তা পারে না। তাই স্বাধীনতা ও সকল কিছু পরিচালনার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।
গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।