চুয়াডাঙ্গার কুতুবপুর ইউপি নির্বাচনে স্থগিতকৃত কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন

সংরক্ষিত আসনে কল্পনা ও সদস্য পদে হাসানুজ্জামান নির্বাচিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিতকৃত কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে সংরক্ষিত ৩নং ওয়ার্ডে মোছা. কল্পনা খাতুন হেলিকপ্টার প্রতীক নিয়ে মোট ২ হাজার ৪শ ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ওয়ার্ডের অপর দু’প্রার্থীর মধ্যে রিনা পারভীন মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮শ ৮৯ ভোট ও রোমেছা খাতুন বক প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬শ ২১ ভোট। সাধারণ সদস্য ৭নং ওয়ার্ডের ভ্যানগাড়ি প্রতীক নিয়ে হাসানুজ্জামান ৮৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৬ জন প্রর্থীর মধ্যে বাকি প্রার্থী হাফিজুর রহমান ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫১ ভোট, শহিদুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে ১১৮ ভোট, মহাশিন আলী বিশ^াস তালা প্রতীক নিয়ে ৬৩৬ ভোট, মদিন আলী মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩৮ ভোট, নাজমুল হক বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ ভোট পেয়েছেন।
পাঁচমাইল প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরে কুতুবপুর ইউনিয়নের গত ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে ৭নং ওয়ার্ডের ভুলটিয়া ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেন নির্বাচন রির্টানিং অফিসার। স্থগিতকৃত কেন্দ্রের মোট ভোটারের চেয়ে অন্য কেন্দ্রগুলোতে অনেক বেশি ভোটে এগিয়ে থাকার কারণে চেয়ারম্যান পদপ্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। এ কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত নির্ধারণে বাকি থাকে ৩ নম্বর সংরক্ষিত সদস্য ও ৭নং সাধারণ সদস্য পদ প্রার্থীদের ক্ষেত্রে। এ কেন্দ্রে তথা ১২ নং ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার সকাল ৮ হতে বিকেল ৪টা পর্যন্ত গ্রহণ করা হয়। ভোটররা তাদের ভোটাধকার শান্তিপূর্ণ পরিবেশে প্রয়োগ করেন।

Comments (0)
Add Comment