চুয়াডাঙ্গার পিরোজখালীতে বাল্যবিয়ের অনুষ্ঠান পণ্ড : ভ্রাম্যমাণ আদালতে ভিন্ন মেয়াদে বর ও কাজীকে কারাদ-

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পিরোজখালী গ্রামে বাল্যবিয়ের অনুষ্ঠান প- করে বর ও কাজীকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। ভ্রাম্যমাণ আদালতে বর ও কাজীকে ভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়। কারাদ-প্রাপ্ত বর রকি আলী (২৩) সদর উপজেলার পিরোজখালী গ্রামের আইনাল হকের ছেলে ও কাজী জাহিদুল ইসলাম (৪২) একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামে গভীর রাতে বাল্যবিয়ের আয়োজন চলছে- এমন খবরের পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান। এসময় বাল্য বিয়ের সকল আয়োজন প- করে দেয়া হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ বসিয়ে বর রকি আলীকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ ধারায় এক মাস ও কাজী জাহিদুল ইসলামকে ৯ ধারায় তিন মাসের কারাদ-াদেশ দেয়া হয়। তাদেরকে গতকাল রাতেই জেলা হাজতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী ও এসআই নীতিশ কুমারের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল।

Comments (0)
Add Comment