চুয়াডাঙ্গায় আরও ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত : দেশে মৃত্যু ৪০

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও দুজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বুধবার ১৯ জনের নমুনা পরীক্ষা করে দুজনের কোভিড-১৯ পজিটিভ হয়। এ দুজনের মধ্যে একজনের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড়ে ও অপরজনের বাড়ি দামুড়হুদার মুন্সিপুরে।
চুয়াডাঙ্গায় নতুন দুজনকে নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮ শ ৯০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭শ ৭১ জন। মারা গেছেন ৫৯ জন। বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৬০ জন। এর মধ্যে সদর উপজেলার ২৬ জন, অলমডাঙ্গা উপজেলার ৬ জন, দামুড়হুদা উপজেলার ১৫ জন ও জীবননগর উপজেলার ১৩ জন। দামুড়হুদা ও জীবননগর উপজেলার সক্রিয় রোগীর সকলেই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রেয়েছেন। সদর উপজেলার ২৬ জনের মধ্যে হাসপাতালে ৩ জন, রেফার্ড ৩ জন বাড়িতে ২০ জন। আলমডাঙ্গা উপজেলার ৪ জনের মধ্যে দুজন বাড়িতে দুজন হাসপাতালে। বুধবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ নতুন ২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। অপরদিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে মারা গেছেন আরও ৪০ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ১শ ৪০ জন নতুন রোগী।

Comments (0)
Add Comment