চুয়াডাঙ্গায় আরও ৮ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৮ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ১৬ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের কোভিড-১৯ পজিটিভ হয়। নতুন যে ১০ জন শনাক্ত হয়েছেন এদের সকলই চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা। বর্তমানে চুয়াডাঙ্গায় সক্রিয় রোগীর সংখ্যা ১১২ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলারই ৮৩ জন। অপরদিকে চুয়াডাঙ্গায় দ্বিতীয় ডোজ টিকা এক হাজার ৪শ ২৯ জন গ্রহণ করেছেন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ গতকাল শনিবার নতুন ৪২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করেছে। এ নিয়ে জেলায় মোট ৮ হাজার ৮শ ৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গতকাল পর্যন্ত পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ৮ হাজার ৬শ ৪৭ জনের। এ পর্যন্ত মোট এক হাজার ৭শ ৯৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। গতকাল ৪ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক হাজার ৬শ ৩৪ জন। মৃত্যুর সংখ্যা চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হিসেবে ৫২ জন হলেও বেসরকারি হিসেবে ৫৪ জন। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার যে ৮ জন শনাক্ত হয়েছে তাদের মধ্যে কোর্টপাড়ার ৩ জন, মুন্সীপাড়ার একজন, খাজুরার আরও ২ জন, শঙ্করচন্দ্র গ্রামের একজন ও কেদারগঞ্জপাড়ার একজন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১৪ জন, বাড়িতে ৯৫ জন ও চুয়াডাঙ্গার বাইরে ২ জন আইসোলেশনে তথা চিকিৎসাধীন ছিলেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৮৩ জনের মধ্যে হাসপাতালে ছিলেন ১২ জন, বাড়িতে ৬৭ জন। আলমডাঙ্গা উপজেলার ৪ জনের মধ্যে ৪ জনই বাড়িতে। দামুড়হুদা উপজেলার ২১ জনের মধ্যে ১৯ জন বাড়িতে, দুজন হাসপাতালে ও জীবননগর উপজেলার ৮ জনের মধ্যে ৭ জন বাড়িতে ও একজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে চুয়াডাঙ্গায় গত পরশু থেকে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজন ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। প্রাপ্ত তথ্য মতে গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গায় প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ৫৬ হাজার ৮শ ১৬ জনের। রেজিস্ট্রেশন করেছেন ৬৫ হাজার ৪শ ১৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গতকাল পর্যন্ত দিয়েছেন এক হাজার ৪শ ২৯ জন।

Comments (0)
Add Comment