চুয়াডাঙ্গায় আরও ৯জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৯জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার ২২ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের মধ্যে নেগেটিভ হয়েছে ১৩ জনের। শুক্রবার আরও ২২ জন সুস্থ হয়ে উঠেছেন। মোট আক্রান্ত ১ হাজার ৩শ ৪৬ জনের মধ্যে সুস্থ হলেন মোট ১ হাজার ১ জন। এ পর্যন্ত মোট মৃত্য সংখ্যা স্বাস্থ্য বিভাগের হিসেবে ৩৪ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগসূত্র জানিয়েছে, নতুন যে ৯জন করোনা রোগী শনাক্ত হয়েছেন তার মধ্যে নারী দুজন। এদের বয়স ১৫ বছর থেকে ৫৮ বছরের মধ্যে। ৯ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৭ জন। বাকি দুজনের মধ্যে একজন দামুড়হুদা ওপর জন জীবননগর উপজেলার। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৭ জনের মধ্যে ফার্মপাড়ার ১জন, সিনেমাহলপাড়ার ১জন, জি¦নতলা মল্লিকপাড়ার ১জন, সাতগাড়ীর ১জন, ডিঙ্গেদহ হাটখোলার ১জন, আলুকদিয়ার ১জন ও কোটপাড়ার ১জন। দামুড়হুদা গুলশানপাড়া ও জীবননগরের আন্দুলবাড়িয়ার একজন করে করোনা রোগী নতুন শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত মোট ৫ হাজার ২শ ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করেছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৫ হাজার ১শ ৪৮ জনের। যার মধ্যে পজিটিভ তথা করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ৩শ ৪৬ জন। মোট নেগেটিভ হয়েছে ৩ হাজার ৭শ ৫৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট। শুক্রবার ২২ জনের সুস্থ হওয়া দিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ১শ জন। বর্তমানে চুয়াডাঙ্গা হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২৫ জন। হোম আইসোলেশন তথা বাড়িতে রয়েছেন ২শ ৮১ জন। সম্প্রতি ৬ জনকে ঢাকায় রেফার্ড করা হয়। এর মধ্যে ইসলামী ফাউন্ডেশনের সাবেক সহকারী উপ পরিচালক সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। ৫জন চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার নতুন নমুনা সংগ্রহের খবর পাওয়া যায়নি।

Comments (0)
Add Comment