স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর শহরের সিএন্ডবি পাড়ায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের ছোট ভাইয়ের দোকানঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ইসলাম সিএ্যান্ডবি মাঠপাড়ার ওহাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সার্কিট হাউস সংলগ্ন এলাকায় রফিকুল ইসলামের ছোট ভাইয়ের বাঁশ ও সেনেটারি সামগ্রীর দোকানের ভেতরে রফিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পান তার স্ত্রী। তার চিৎকারে স্থানীয়রা দ্রুত দোকানের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরে পুলিশকে খবর দেয়।
স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। এই কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এমনকি ঋণের কারণে অনেকেই তাকে ইজিবাইক ভাড়া দিতেও চাইছিলেন না। এসব কারণে তিনি হতাশ হয়ে আত্মহননের পথ বেছে নিতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”