চুয়াডাঙ্গায় করোনায় মৃত্যু বেড়ে ৩২ : শনাক্ত আরও ১৬ জন

হলুদ জোনে মারা যাওয়া রাফিয়া খাতুন কোভিড-১৯ আক্রান্ত ছিলেন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩২ জনে। আরও ১৬ জনসহ আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭৩ জন। সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে মারা যাওয়া রাফিয়া খাতুনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩২। গতকাল মঙ্গলবার আসা রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিন চুয়াডাঙ্গায় আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৭৩ জনে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলমডাঙ্গা উপজেলার আলিয়াটনগরের রাফিয়া খাতুন। করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল মঙ্গলবার পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এ দিয়ে চুয়াডাঙ্গা জেলায় করোনায় মোট ৩২ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার ৫৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তার মধ্যে ১৬ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ৫ জন, আলমডাঙ্গা উপজেলার ৫ জন, দামুড়হুদা উপজেলার ৩ জন এবং জীবননগর উপজেলার ৩ জন। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৬ জন। বয়স ১৪ থেকে ৭৫ বছরের মধ্যে। এদিন আরও ৪৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৩৪ জন, নিজ বাড়িতে হোম আইসোলেশনে ৪১১ জন এবং ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৬ জন।

 

Comments (0)
Add Comment