চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে দর্শনা গহ্বেরপুরের আফছার আলী নামের ৭৫ বছর বয়সী পুরুষ মারা যান।
আফছার আলী দর্শনা গহ্বেরপুরের মৃত করিম ম-লের ছেলে। এমনিতেই এজমা রোগী ছিলেন তিনি। কয়েকদিন আগে স্বাসকষ্ট বেড়ে যায়। তাকে ৪ মে মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শ^াস কষ্টের কারণে তাকে হাসপাতালের হলুদ জোনে রেকে চিকিৎসা দেয়া হয়। পরদিন বুধবার সকালে করোনা পরীক্ষার জন্য নেয়া হয় নমুনা। রাতে মারা যান তিনি। তার মৃতদেহ নিজ গ্রামে নেয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ তার মৃতদেহ স্বাস্থ্য বিধি মেনে দাফনের নির্দেশনা দেয়। এদিকে বৃহস্পতিবার (৬ মে) তার নমুনা পরীক্ষার রিপোর্ট কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে পাওয়া যেতে পারে। রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে তিনি করোনা ভাইরাস আক্রান্ত ছিলেন কিনা।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গায় বুধবার আরও ৩ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭২ জন। এপর্যন্ত চুয়াডাঙ্গায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে।

Comments (0)
Add Comment