চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু

৫২৫২৮ জনের রেজিস্ট্রেশন : টিকা নিয়েছেন ৪৪ হাজার ৫৭২ জন

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা ব্র্যাক মোড়পাড়ার আব্দুর রহমান করোনা ভাইরাস আক্রান্ত ছিলেন। গতপরশু তিনি মারা যান। গতকাল সোমবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট কোভিড-১৯ পজেটিভ হয়েছে। এ নিয়ে চুয়াডাঙ্গায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জন। অপরদিকে চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধক প্রথম ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা গতকাল সোমবার পর্যন্ত দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫৭২ জনে।
চুয়াডাঙ্গায় সোমবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ছিলো ৪ জন। এদের মধ্যে আলমডাঙ্গার খাসবাগুন্দা গ্রামের নারী ও চুয়াডাঙ্গা জেলা শহরের কানাপুকুরপাড়ার একজন পুরুষ হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। অপর দুজনের মধ্যে আলমডাঙ্গা প্রাগপুরের একজন পুরুষ ও জেলা সদরের ডিহি কৃষ্ণুপুরের একজন নারী নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলে সূত্র জানিয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৭৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৮ জন। মারা গেছেন ৫১ জন। এর মধ্যে চুয়াডাঙ্গায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন। ৫ জন মারা গেছেন চুয়াডাঙ্গার বাইরে। দামুড়হুদা উপজেলার ব্র্যাকমোড়পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রহমান (৬৮) সম্প্রতি সর্দি কাশিতে আক্রান্ত হন। দিন দিন শ^াস কষ্ট বাড়তে থাকে। করোনা ভাইরাস আক্রান্তের উপসর্গ নিয়ে গত রোববার তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরীক্ষা করে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হয়েছে, মারা যাওয়া আব্দুর রহমান কোভিড-১৯ পজেটিভ ছিলেন। এদিকে গতকাল পর্যন্ত ভ্যাকসিন নেয়ার জন্য চুয়াডাঙ্গা জেলার মোট ৫২ হাজার ৫২৮ জন রেজিস্ট্রেশন করেছেন। টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪৪ হাজার ৫৭২ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৯ হাজার ৩৯৩ জন, আলমডাঙ্গা উপজেলার ১৮ হাজার ৯০৮ জন, দামুড়হুদা উপজেলার ১০ হাজার ১৫৪ জন ও জীবননগর উপজেলার ৬ হাজার ১১৭ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশের অন্যান্য জেলার মতো চুয়াডাঙ্গাতেও টিকা দেয়া শুরু হয়।

Comments (0)
Add Comment