চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস আক্রান্ত স্বামীর মৃত্যু : স্ত্রী চিকিৎসাধীন

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত ও মৃত্যুতে গড়ছে নতুন রেকর্ড! দেশে কিছুটা কমলেও অসতর্ক হলেই সর্বনাশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। অপরদিকে কমেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দেশেও মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে। বেড়েছে সুস্থতার হার। অথচ ভারতে গতকালও গড়েছে শনাক্তের এবং মৃত্যুর নতুন রেকর্ড। শুক্রবার চুয়াডাঙ্গায় ১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলে একজনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। তিনি জীবননগর উপজেলা শহরের বাজারপাড়ার বাসিন্দা। গতরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কয়রাডাঙ্গার আব্দুল করিম। তার স্ত্রীও করোনা আক্রান্ত।
চুয়াডাঙ্গা নতুন ১ জনকে নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮শ ৭৩ জন। সুস্থ হয়েছেন ৬ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ১ হাজার ৭শ ৫৯ জন। মৃতের সংখ্যা ৫৮ জন। বেসরকারি হিসেবে আরও ৩ জন বেশি। বর্তমানে জেলায় সক্রিয় রোগীর সংখ্যা ৬১ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩৪ জন, আলমডাঙ্গা উপজেলায় ৫ জন, দামুড়হুদা উপজেলায় ১৮ জন, জীবননগর উপজেলায় ১২ জন। সদর উপজেলার ৩৪ জনের মধ্যে বাড়িতে ২৬ জন, হাসপাতালে ৫ জন, রেফার রয়েছেন ৩ জন, আমডাঙ্গা উপজেলার ৫ জনের মধ্যে ৪ জন বাড়িতে ১ জন হাসপাতালে, দামুড়হুদা উপজেলার ১৮ জনের সকলেই বাড়িতে, জীবননগর উপজেলারও ১২ জনের মধ্যে সকলেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। শুক্রবার দিনগত রাত সোয়া ১০টার দিকে মৃত্যুবরণ করেন আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আব্দুল করিম। তিনি মৃত গোলাম কাদেরের ছেলে। তাকে গত ৫ মে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার আগেই আব্দুল করিম ও তার স্ত্রীর নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ পজিটিভ হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাত সোয়া ১০টার দিকে আব্দুল করিম মারা যান। স্বাস্থ্য বিধি মেনে আজ শনিবার দাফন কাজ সম্পন্ন করা হতে পারে।
প্রসঙ্গত: দেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার ৮টা পর্যন্ত ১৭ হাজার ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট ৫৫ লাখ ৯৯ হাজার ২শ ৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শুক্রবার ১ হাজার ৬শ ৮২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ, ৭০ হাডজার ৮শ ৪২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১শ ৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭ লাখ ৪ হাজার ৩শ ৪১ জন। শুক্রবার সকাল ৮টার পূর্বের ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দেশে সরকারি হিসেবে ১১ হাজার ৮শ ৩৩ জন। এদিকে চুয়ডাঙ্গায় এ পর্যন্ত ৯ হাজার ৩শ ৬২ জনের নমুনা নেয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ১শ ৫১ জনের। মোট শনাক্তের সংখ্যা ১৮৭৮। সুস্থ হয়েছেন ১৭৫৯ জন। শুক্রবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করো নমুনা সংগ্রহ করেনি।
উল্লেখ্য, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে টানা দ্বিতীয় দিন ৪ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার স্থানীয় সময় সকালে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জনের দেহে ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে জানানো হয়েছে। দৈনিক শনাক্তে এটিও নতুন বিশ্ব রেকর্ড। এ নিয়ে দেশটিতে সরকারি হিসাবেই মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ছাড়িয়ে গেছে; যার মধ্যে ২৭ লাখ ২৮ হাজার রোগী শনাক্ত হয়েছে শেষ ৭ দিনে। মহামারীর বিস্তার এখন ভারতের পশ্চিম অংশ থেকে ক্রমশ পূর্ব দিকে সরছে বলে এক দিন আগে সতর্ক করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে।ভারতে সংক্রমণ এখন ঘনবসতিপূর্ণ শহর ছাড়িয়ে দুর্গম গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার এই দেশে ৭০ শতাংশ মানুষের বসবাস গ্রামে। সংক্রমণ মোকাবেলায় দেশটিতে জানুয়ারি থেকে নাগরিকদের কোভিড টিকা দেওয়া শুরু হলেও সরবরাহের ঘাটতি ও পরিবহনজনিত সমস্যায় সম্প্রতি এ কর্মসূচির গতি অনেকখানিই কমে এসেছে। পরিস্থিতি মোকাবেলায় ভারতজুড়ে কঠোর লকডাউন দেওয়ার দাবি উঠলেও অর্থনৈতিক ক্ষতি এড়াতে দেশটির সরকার সে পথে হাঁটতে চাইছে না বলে ইঙ্গিতও মিলেছে। হাসপাতালে শয্যা ও অক্সিজেনের ঘাটতি, ওষুধের সংকটের কারণে দেশটির বিভিন্ন রাজ্যে মৃত্যুও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩হাজার ৯১৫ মৃত্যু নিয়ে দেশটিতে সরকারি হিসাবেই কোভিড-১৯ এ প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৩তে।
করোনা ভাইরাস এতোটাই ভয়ানক যে, একজনের শরীর থেকেও ছড়াতে পারে পুরো সমাজে। কেড়ে নিচ্ছে লাখ লাখ মানুষের প্রাণ। আমাদের দেশে সংক্রমণ ও মৃতের হার কিছুটা হ্রাস পেয়েছে মানে এই নয়, স্বাস্থ্য বিধি না মানলেও চলবে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। সকলকেই নিজ নিজ দায়িত্বেই সামাজিক দূরুত্ব বজায় রাখতে হবে। স্বাস্থ্য বিধি মেনে না চললে ভয়াবহ বিপর্যয়ের ঝুঁকি বিদ্যমান। ফলে সকলেই হোন সাবধান।

Comments (0)
Add Comment