চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য বিক্রি শুরু : পাবেন ৭৪ হাজার ৫৫৪ জন

আনোয়ার হোসেন: 

পবিত্র রমজান মাস উপলক্ষে চুয়াডাঙ্গায় নিম্নআয়ের মানুষের মাঝে টিসিবির পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চুয়াডাঙ্গা সদরসহ আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার  ৭৪ হাজার ৫৫৪ জন নিম্নআয়ের মানুষ এ সুবিধা পাবেন।

রোববার (২০ মার্চ) সকালে চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ভর্তূকি মূল্যে পণ্য নিতে সকাল থেকেই ভীড় জমতে থাকে নিম্নআয়ের মানুষের। কার্ডধারীরা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের পণ্য সংগ্রহ করেন। প্রত্যেককে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল দেয়া হয় ৪৬০ টাকায়।

টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূইয়া, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন প্রমুখ।

টিসিবিভিডিও প্রতিবেদন
Comments (0)
Add Comment