চুয়াডাঙ্গায় পাঁচ মাস পর করোনায় একজনের মৃত্যু : নতুন শনাক্ত ৩৭

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫৯৮ জনে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯০ জন এবং জেলার বাইরে ২০ জন। এর আগে সর্বশেষ গত বছরের ৭ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিলো। টানা পাঁচ মাস পর শুক্রবার (৫ফেব্রুয়ারি) সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। ওই নারীর নাম মেহেরুন নেছা। তিনি চুয়াডাঙ্গা শহরের সিনেমাহল পাড়ার বাসিন্দা ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানের বোন। শুক্রবার মৃত্যুবরণ করলেও হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার ২৫৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে নতুন ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.৪৫ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৫৯৮ জনে। এদিন সুস্থতার সনদ পেলেন ১০ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সনদ পেলেন ৬ হাজার ৮২২ জন। বর্তমানে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে সক্রিয় রোগীর সংখ্যা ৭ জন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন সাজ্জাৎ হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক নারীর মৃত্যু হয়েছে। এদিন সুস্থতার সনদ পেলেন ১০ জন।

Comments (0)
Add Comment