চুয়াডাঙ্গায় প্রথম রোজার দিন আরও ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত : দেশে মৃত্যু ৯৬

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৬ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। প্রথম রোজার দিন ৬ জনের শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮শ ১৭ জন। সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৬শ ৪৪ জন। দেশে গতকাল অতীতের সব রেকর্ড ভেঙে মৃত্যুর সংখ্যা ৯৬ জন হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৯শ ৮৭ জন। বিশে^ বুধবার মারা গেছেন ১১ হাজার ৯শ ৫০ জন। এ নিয়ে সারা বিশে^ মৃতের সংখ্যা ২৯ লাখ ৭১ হাজার ৮শ ৬৪ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে বুধবার ৪০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৬ জনের কোভিড -১৯ পজিটিভ হয়েছে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১শ ২০ জন। এর মধ্যে ১০৪ জন বাড়িতে, ১৩ জন হাসপাতালে ৩ জন রেফার্ড রয়েছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৮৪ জন সক্রিয় রোগীর মধ্যে ৭০ জন বাড়িতে, ১২ জন হাসপাতালে দুজন রেফার্ড, আলমডাঙ্গা উপজেলার ৬জন সক্রিয় রোগীর মধ্যে সকলেই বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। দামুড়হুদা উপজেলার ১৯ জন সক্রিয় রোগীর মধ্যে ১৮ জন বাড়িতে ১ জন হাসপাতালে ও জীবননগর উপজেলার ১১ জন রোগীর মধ্যে ১০ জন বাড়িতে একজন রেফার্ড রয়েছেন। বুধবার যে ৬ জন রোগী শনাক্ত হয়েছেন তার মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ জন, আলমডাঙ্গা উপজেলার ১ জন ও জীবননগর উপজেলার ২ জন।
দেশে বুধবার দুপুরের পূর্বের ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮শ ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৫০ লাখ ৯৫ হাজার ৬শ ১৩ জনের নমুনা পরীক্ষা করা হলো। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ১শ ৮৫ জন রোগী। এ নিয়ে দেশে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১শ ৭০ জন। বুধবার সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৩শ ৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ লাখ ৯১ হাজার ২শ ৯৯ জন। বুধবার মারা গেছেন ৯৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৯শ ৮৭ জন। বিশে^ বুধবার দুপুরের পুর্বের ২৪ ঘণ্টায় ৭ লাখ ১৫ হাজার ২শ ৮২ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৮০ লাখ, ১৩ হাজার ৭৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৮শ ৬১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ কোটি ১০ লাখ ৩২ হাজার ১শ ৮৫ জন। ২৪ ঘণ্টায় মারা গেেেছন ১১ হাজার ৯শ ৫০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ৭১ হাজার ৮শ ৬৪ জন। সতর্কতার সাথে স্বাস্থ্য বিধি না মেনে চললে আর কতজনকে মরতে হবে এই ভায়ানক ভাইরাস করোনার ছোবলে তা কে জানে!

Comments (0)
Add Comment