স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কোটমোড়ে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার। প্রধান অতিথিছিলেন পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, বিএনপির প্রবীণ নেতা হাবিবুর রহমান মঙ্গলের সদস্য ফরম বিতরণ মাধ্যমে কর্মসূচি শুরু হয়। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদল হক পল্টু, সিনিয়র সহ-সভাপতি মো. রাফিতুল্লাহ মহলদার, যুগ্ম-সম্পাদক মো হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মানি খন্দকার প্রমুখ। ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহম্মদ আলীর সঞ্চালন আরও উপস্থিত সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মহলদার ইমরান রিন্টু, বিএনপি নেতা আব্দুল গনি, আব্দুল হান্নান, সেচ্ছাসেবক দল নেতা শাহিন আহমেদ প্রমুখ।