স্টাফ রিপোর্টার:ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জামজামি ইউনিয়ন মহিলা দলের সম্মেলন। ইউনিয়নের সব গ্রাম পাড়া থেকে স্বত:স্ফূর্তভাবে মহিলারা এই সম্মেলনে অংশ গ্রহন করেন। গতকাল সকাল সাড়ে দশটায় জামজামি বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিফাত সুলতানা বহ্নি। ইউনিয়ন মহিলা দল নেত্রী মোঃ রুনা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনিত চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ শরীফুজ্জামান শরীফ। সম্মেলনে বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া হলেন দেশের নারী সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি সবকিছু ত্যাগ করেছেন দেশ এবং দেশের মানুষের জন্য। জিয়া পরিবার এদেশের জনগণের জন্য আশির্বাদ। শহীদ জিয়াউর রহমান যেমন দেশের কৃষক শ্রমিকের উন্নয়নে পদক্ষেপ নিয়েছিলেন তেমনি নারীদের উন্নতির লক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে প্রথম দ্বার উন্মোচন করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন,যেখানে পরিবারের জন্য রেশন কার্ড, স্বাস্থ্য কার্ডের কথা রয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব পেলে এগুলো বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।বেগম খালেদা জিয়া,তারেক রহমান দেশের জন্য নির্যাতন সহ্য করেছেন, লড়াই করেছেন তাই উপস্থিত মা বোনদের প্রতি আহ্বান থাকবে ধানের শীষের পক্ষে থাকার জন্য।যারা ধর্ম কে পুঁজি করে ভোট চাচ্ছে,জান্নাত পাওয়ে দেওয়ার মত জঘন্য পাপাচারে লিপ্ত হয়েছে তাদের থেকে সতর্ক থাকতে হবে। আমি আপনাদের কে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি তবে আমি নির্বাচিত হই বা না হই আমৃত্যু সেবক হিসেবে থাকবো ইনশাআল্লাহ্।সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা খাতুন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান,জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি শেফালী খাতুন,সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলম শাহ, সাধারণ সম্পাদক পলাশ আহম্মেদ।জেলা ছাত্রদলের সহ সভাপতি খন্দকার আরিফ রহমান ও সহ সভাপতি সাহাবুদ্দিন আহমেদ।বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল হাসান মিল্টন,রমজান আলী, যুবদল নেতা আব্দুস সালাম,রানা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন আহমেদ সহ প্রমূখ।সম্মেলনে ০৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।সভাপতি মোছা: রুনা থাতুন, সাধারণ সম্পাদক রেহেনা খাতুন,সিনিয়র সহ সভাপতি জাহিমা খাতুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ভানু খাতুন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে অরিছন খাতুন নির্বাচিত হয়েছেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলামা দল নেতা ডাঃ মাসুদ রানা।