জীবননগর ও আলমডাঙ্গা পৌর নির্বাচনে মেয়রপদে দুজনই আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নির্বাচিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচিত দুজনই আওয়ামী লীগ মনোনিত তথা নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছেন। জীবননগর পৌর নির্বাচনে রফিকুল ইসলাম ১৩ হাজার ৯শ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আলমডাঙ্গা পৌর নির্বাচনে হাসান কাদির গনু ৭ হাজার ৬শ ৫২ ভোট পেয়ে চতুর্থবারের মতো মেয়র পদে নির্বাচিত হলেন।

রফিকুল ইসলাম
হাসান কাদির গনু

জীবননগর পৌর নির্বাচনে বিএনপি মনোনিত তথা ধানের শীষ প্রতীক নিয়ে শাহাজাহান কবির পেয়েছেন ৭শ ৬৬ ও ইসলামি শাসনতন্ত্র বাংলাদেশে মনোনিত প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছে ২শ ৫৩ ভোট। অপরদিকে আলমডাঙ্গা পৌর নির্বাচনে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী মোবাইলফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১শ ২৩ ভোট, বিএনপি মনোনিত প্রার্থী মীর মহিউদ্দীন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১শ ৫৮ ভোট। বেসরকারিভাবে ঘোষিত প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে। জীবননগর পৌর নির্বাচনে ব্যালটে এবং আলমডাঙ্গা পৌর নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। জীবননগর পৌর নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী নির্বাচন শুরুর দেড় ঘণ্টার মাথায় বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন।

Comments (0)
Add Comment