জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত ও পায়ে হেটে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টা হতে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল রফিকুল আলম-পিএসসি ও বিএসএফের পক্ষে ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার নেতৃত্ব প্রদান করেন।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয় সূত্রে জানা যায়, বিজিবি-বিএসএফ সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সীমান্ত পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা বন্ধ ও মাদক চোরাচালান বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপির আওতাধীন চ্যাংখালী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডারদ্বয় ফলপ্রসু আলোচনা করেন। আলোচনাকালে বিজিবির পক্ষে ১২জন স্টাফ অফিসার ও বিএসএফের পক্ষে ১২জন স্টাফ অফিসার সহযোগিতা প্রদান করেন বলে জানা যায়। বৈঠক শেষে বিজিবি-বিএসএফ কমান্ডারদ্বয় পায়ে হেঁটে সীমান্ত এলাকা পর্যবেক্ষন করেন বলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।