ঝিনাইদহের হামদহ এলাকার জুয়ার আখড়ায় র‌্যাব’র অভিযান : আটক ৮

স্টাফ রিপোর্টার: র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প জোয়া বিরোধী অভিযান জোরদার করেছে। গতরাতে ঝিনাইদহ জেলা সদরের হামদহ বাসস্ট্যান্ডের নিকটস্থ একটি টিনের চালায় অভিযান চালিয়ে হাতে নাতে ৮জনকে পাকড়াও করেছে।

র‌্যাব জানিয়েছে, ঝিনাইদহ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকশদল বুধবার দিনগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। হামদহ বাসস্ট্যান্ডের নিকটস্থ মেসার্স ভাই ভাই গদিঘর এর পেছনে রবিউল ইসলামের অব্যবহৃত কাচাপাকা টিনশেডে চলছিলো জুয়া। সেখানে অভিযান চালিয়ে হাতেত নাতে ধরা হয় হামদহ এলাকার খন্দকার রওশন আলীর ছেলে ইমরান খন্দকার (২৮), কাঞ্চনপুরের আইনুদ্দিন মণ্ডলের ছেলে লালন মণ্ডল (৪৭), হামদহ নতুন পল্লির মৃত বজলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৪৭),খন্দকারপাড়ার মশিউর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪৭) একইপাড়ার মৃত মারেফত উল্লার ছেলে সাকির উল্লাহ (৪৫), মৃত আব্দুল জলিলে ছেলে মোঃ আঃ সাত্তার (৪৮), মৃত মহাসিন খন্দকারের ছেলে মোঃ বিনুছ আলী খন্দকার (৪০) ও ট্যাঙ্কিপাড়ার মৃত জলিলের ছেলে মোঃ রেজাউল শেখ (৫৭)।।

, র‌্যাব আরও জানিয়েছে, জুয়ার আসর হতে ০৩ সেট তাস, স্টার সিগারেট ০৮ পেকেট, শেখ সিগারেট ০১ পেকেট, ডারবি সিগারেট ০২ পেকেট,  ০২ টি গ্যাস লাইট,  ০৮ মোবাইল সেট, ১৩ টি সীম কার্ড এবং নগদ অর্থ ১৭৮৩০/- টাকা উদ্ধার করা হয়। উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করতঃ ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইন ৩/৪ ধারায় মামলা করা হয়।

 

Comments (0)
Add Comment