ঝিনাইদহে ১৪ ডেঙ্গু রোগী শনাক্ত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বুধবার পর্যন্ত জেলায় ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে সদর উপজেলার কালুহাটি গ্রামের ওমর আলির ছেলে উজ্জ্বল হোসেন (২৮) গত সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, ৫ আগস্ট প্রথম একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। গত বুধবার দুজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত ১২ জন ডেঙ্গু রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এখনো তিন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, একজনের অবস্থা খারাপ হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। আটজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। অন্য দুজন রোগী হাসপাতালে আসেনি। তিনি বলেন, মশারির ভেতর ডেঙ্গু রোগী রাখা হচ্ছে। এ মুহূর্তে লোকবলের অভাবে পৃথক ডেঙ্গু ওয়ার্ড করা সম্ভব নয়। ডেঙ্গুতে মৃত উজ্জ্বল হোসেনের মা সালেহা বেগম বলেন, তার ছেলে ঢাকাতে কাজ করত। বাড়িতে আসার ১৫ দিন পর প্রবল জ্বর আসে। তিন দিন পর গত সপ্তাহে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ঝিনাইদহ হাসপাতালের সামনেই মারা যায়। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, জেলায় বুধবার পর্যন্ত ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

Comments (0)
Add Comment