দর্শনায় তিন ভারতীয়সহ গ্রেফতার ৫ : ভারতীয় শাড়ী ও প্রাইভেটকার উদ্ধার

দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ ঝাটিকা অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ভারতীয় তিন ব্যক্তিসহ ৫ জনকে। উদ্ধার করেছে ৮৪ পিস ভারতীয় শাড়ী ও একটি প্রাইভেটকার। তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নির্দেশে এসআই নীতিশ বিশ্বাস, এসআই শামীম হাসান ও এএসআই আবুবক্কর সিদ্দিক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা পৌর এলাকার শ্যমপুর জোড়া বটতলা এলাকায়। পুলিশ ওই এলাকার তিন রাস্তার মোড়ে একটি প্রাইভেটকারের (যার রেজি নং যশোর-খ- ১১-০০১০) গতিরোধ করে। প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয় ৮৪ পিস ভারতীয় শাড়ী। গ্রেফতার করা হয় ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বোনগা থানার নয়া গোপালগঞ্জ গ্রামের রজব ভৌমিকের স্ত্রী সন্ধ্যা ভৌমিক (৪৪), একই এলাকার চিত্তরঞ্জন দাসের স্ত্রী মঞ্জু দাস (৬০), একই জেলার পেট্টোপোল থানা সদরের আইয়ুব আলীর ছেলে সালাম (২৪), যশোর বেনাপোল থানার বড় আচড়া গ্রামের মিন্টু রহমানের ছেলে মেহেদী হাসান (২৬) ও একই থানার সাদিপুর বেলতলা গ্রামের মফিজুর রহমানের ছেলে সাব্বির রহমানকে (২১)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, একটি প্রাইভেটকার ও ৮৪ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই নীতিশ বিশ্বাস বাদী হয়ে তিন ভারতীয়সহ ৫ জনের বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।

Comments (0)
Add Comment