দর্শনায় মারা যাওয়া প্রভাষক আব্দুল হামিদ করোনা আক্রান্ত ছিলেন : নতুন শনাক্ত ১৫

স্টাফ রিপোর্টার: দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাসক আব্দুল হামিদ করোনা আক্রান্ত ছিলেন। ঈদের আগের দিন শুক্রবার সকালে তিনি নমুনা দেন, সন্ধ্যায় মারা যান। সোমবার তার পরীক্ষার রিপোর্ট চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। এদিন চুয়াডাঙ্গায় আরও ৩১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের শরীরে। এদিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৮। ঈদের পর দুদিনে সুস্থ হয়েছেন আরও ৩০ জন। এদিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩৩৪ জন।
চুয়াডাঙ্গা জেলায় নতুন যে ১৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে চুয়াডাঙ্গা সদরেরই ১২ জন। অপর তিন উপজেলায় একজন করে। চুয়াডাঙ্গা সদর উপজেলার সদর হাসপাতালের একজন চিকিৎসকও করোনা আক্রান্ত হয়েছে। এ দিয়ে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জন। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের পর তার পরিবারের আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গাইদঘাটের একজন, বাগানপাড়ার ১জন, পল্লিবিদ্যুতের হাতিকাকা অফিসের একেজন, বুজরুকগড়গড়ি বনানীপাড়ার ১জন, রেলপাড়ার ১জন। আলমডাঙ্গার হাটবোয়ালিয়ার একজন, দামুড়হুদার দর্ষনা কলেজপাাড়ার ১জন ও জীবননগর হাসাদহের একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৪৮ জন। হোম বা বাড়িতে চিকিৎসাধীন ২শ৬২ জন। সোমবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কলেজের অবসরপ্রাপ্ত প্রভাসক আব্দুল হামিদ বেশ কিছুদিন ধরে করোনা উপসর্গে ভুগছিলেন। ঈদের আগের দিন তিনি নমুনা দেন। ওইদিনই মারা যান। তার করোনা পজিটিভ হয়েছে। এ দিয়ে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

Comments (0)
Add Comment