দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে মিনি ট্রাকের ধাক্কায় নিহত ২

চুয়াডাঙ্গা-মেহেরপুরের সড়কের দরবেশপুর এলাকায় দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার: মেহেরপুর সদর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় ট্রাকচালক ও চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠালে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ট্রাকচালক পাবনা জেলা সাথিয়া উপজেলার সলদানচর গ্রামের হাসেম ব্যাপারীর ছেলে সাহাদ হোসেন (৪৫) ও তার সহকারী একই এলাকার নাগডেমার গ্রামের মোজাহার আলীর ছেলে ফারুক হোসেন (৪২)। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান।

স্থানীয়রা জানিয়েছে, প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির সিমেন্ট বোঝায় একটি ট্রাকের চাকার বিয়ারিং ভেঙে বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। সকালের দিকে চুয়াডাঙ্গার দিক থেকে ছেড়ে আসা ভাই ভাই মোটরর্সের একটি দ্রুতগামী ট্রাক এসে ট্রাকটির পেছনে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকের ভেতর থাকা চালক ও তার সহকারী আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর এলাকায় ঢাকা থেকে আসা সিমেন্ট বোঝাই একটি কার্ভাড ভ্যান বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। এ সময় একটি ট্রাক চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর আসার পথে কার্ভাড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ট্রাকচালক ও তার সহকারী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেজানান, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত হয়েছে। চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Comments (0)
Add Comment