দামুড়হুদা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএনপি, বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ধানের শীষের জনপ্রিয়তা বৃদ্ধি ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করাই তাঁর প্রচারণার মূল লক্ষ্য। আজ শনিবার বিকেল ৪ টায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পথসভার মাধ্যমে এই প্রচারণা শুরু হয়। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে প্রচার কার্যক্রম চলে। পর্যায়ক্রমে তিনি কানাইডাঙ্গা-বয়রা, শিবনগর-হরিরামপুর, হুদাপাড়া-কুতুবপুর, ওয়ার্ডে নির্বাচনী পথসভা করেন। এই সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পথসভায় মাহমুদ হাসান খান বাবু এলাকার উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার করেন। তিনি বলেন, “মানুষ এখন শিক্ষা ও সামাজিক মূল্যে বোধের দিকে নজর দিয়েছে, মানুষ বোঝে কোনটা সঠিক আর কোনটা বেঠিক।” তিনি চুয়াডাঙ্গা জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন।
চুয়াডাঙ্গা জেলায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, “আমরা চাই না অল্প-বিস্তর রোগে চিকিৎসার জন্য মানুষ যশোর বা রাজশাহী যাক।”
তিনি আরো বলেন, যাদের হাতে দেশের কোন উন্নয়ন নেই, দেশের সূচনা লগ্ন থেকে আজ অবধি বিরোধিতা করাই যাদের কাজ। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাঁদের এত মায়া কান্না কিসের।
পৃথক এই প্রচারণায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, যুগ্ন সম্পাদক মন্টু মিয়া, উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্র দলের সভাপতি শাহাজান খান, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহাফুজুর রহমান মিল্টন, যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ,
কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল সহ স্ব স্ব ওয়ার্ডের নেতৃবৃন্দ।।