দামুড়হুদার প্রতাবপুরে নিহতের ঘটনায় মোটা অঙ্কে আপোষ মীমাংসা

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার প্রতাবপুর গলাইদড়ি সেতুর পূর্বপাশে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরজ আলী নামের একজনের মৃত্যু হয়েছে। ফরজ আলী দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মুক্তার আলীর ছেলে। কুড়ুলগাছির প্রতাবপুর গলাইদড়ি সেতুর নিকট ঘটনাটি ঘটে। এদিকে মামলা থেকে বাঁচতে স্থানীয়ভাবে নিহতের পরিবারের লোকজনের সাথে বসে ৩ লাখ ৪৫ হাজার টাকায় আপোষ মমিাংসা করেছে মোটরসাইকেল চালক শাহীনের পরিবার। এদিকে পত্রিকায় নিউজ কভার হবে না মর্মে স্থানীয় সাংবাদিকের ম্যানেজ করেছে বলে গুঞ্জন উঠেছে। স্বজনরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদার প্রতাবপুর গলাইদড়ি সেতুর পূর্ব পাশে গত পরশু বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দর্শনা থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে আসার সময় প্রতাবপুর গ্রামের মুক্তার আলীর ছেলে ফরজ আলী (৩৫) রাস্তা পার হচ্ছিলো। এ সময় দ্রুত গতিতে আসা মোটরসাইকেল সরাসরি তার শরীরে ধাক্কা মারে। এতে ফরজসহ মোটরসাইকেল চালক উপজেলার কুড়ুলগাছির চন্ডিপুর বাজার পাড়ার টুলুর ছেলে শাহিন (২০) ও একই গ্রামের সাইদুরের ছেলে তামিম (১৫) ৩জনই পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাদেরক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেই। ফরজের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় গত শক্রবার ভোরে ফরজের মৃত্যু হয়। পরবর্তীতে সকালে মোটরসাইকেল চালক শাহীনের পরিবার স্থানীয়দের নিয়ে বসে নিহত ফরজের পরিবারকে ৩ লাখ ৪৫ হাজার টাকা দেবে মর্মে আপোষ করে ও ঘটনাস্থলেই এক লাখ টাকা প্রদান করে বলে জানা গেছে। বাকি ২ লাখ ৪৫ হাজার টাকা কয়েকদিনের ভিতর পরিশোধ করবে বলে জানা গেছে। কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন রফাদফার বিষয়ে সত্যতা স্বীকার করেন।