দামুড়হুদায় ২২ কেজি গাঁজা ও ৯৬ হাজার জাল টাকা উদ্ধার : আটক ৩

দর্শনা অফিস: দামুড়হুদার ফুলবাড়ি সীমান্তে বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী সফল অভিযান চালিয়েছেন। এ অভিযানে উদ্ধার করা হয়েছে ২২ কেজি গাঁজা ও ৯৬ হাজার জালটাকা। আটক করা হয়েছে অভিযুক্ত ৩ মাদক চোরাকারবারিকে। থানায় দায়ের করা হয়েছে মামলা। গতপরশু শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে.কর্নেল খালেকুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালান বিরোধী সফল অভিযান পরিচালনা করেন দামুড়হুদার ফুলবাড়ি সীমান্ত এলাকার কুড়–লগাছি গ্রামে। গ্রামের পাকাসড়ক থেকে বিজিবি আটক করে কুড়–লগাছি গ্রামের নূরুল হুদার ছেলে জাল টাকার নোট তৈরি চক্রের সদস্য আব্দুর ছাত্তার (৩৮), ঠাকুরপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে গাঁজাকারবারী নওশেদ আলী গনি (৩৫) ও জুলফিকার আলীর ছেলে সাইফুল ইসলামকে (২৫)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে আটকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি ১ হাজার টাকার ৯৬টি জাল নোট ও ২২ কেজি গাঁজা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় আটককৃতদের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)
Add Comment